লঞ্চের সুপার ভাইজারের দাবী করা ২০০ টাকা বেশি দিতে রাজি না হওয়ার যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে ধূলিয়া ১ লঞ্চের কতৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর মেহেদী হাসান তার বন্ধু শাহাদাত এবং কামরুল ইসলাম এম ভি ধূলিয়া-১ লঞ্চে করে চাঁদপুর থেকে ঢাকা আসেন। ঢাকার সদরঘাটে লঞ্চ থেকে নামার সময় নির্ধারিত ৬০০ টাকা দেয়ার পরেও সুপার ভাইজার অতিরিক্ত ২০০ টাকা দাবী করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লঞ্চ কতৃপক্ষের ১০/১২ লোক এসে মেহেদী হাসান ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। এবং তাদের সাথে থাকা বাইক কেনার জন্য দুই লাখ টাকা জোড় পূর্বক ছিনিয়ে নিয়ে যায়। অন্য পকেটে ৭৫ হাজার টাকা থাকায় সেটি নিতে পারে নি। পরে তারা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করে।
বিষয়টি জানতে ধূলিয়া লঞ্চের কতৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, টাকা নিয়ে যাওয়ার অভিযোগে টি মিথ্যা, তুচ্ছ একটি ঘটনায় প্রথমে তারা লঞ্চের স্টাফদের গায়ে হাত দেয়। পরে ২ পক্ষে কিছুটা হাতাহাতি হয়।