অবরোধের প্রথম দিনে কেরানীগঞ্জে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

কোন্ডা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ইলিশ পরিবহন নামে একটি যাত্রীবাহিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বিএনপি ও তার শরিকদলগুলো ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন শেষে রাতের প্রথম প্রহরে সোয়া ৭ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ৫০ গজ দুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইকুরিয়া এলাকা বাসিন্দা আবুল হোসেন বলেন, হঠাৎ দেখতে পাই থানার সামনে একটি  যাত্রীবাহি পরিবহনের গাড়িতে আগুন জ্বলছে।  কাছে গিয়ে দেখি যাত্রীবাহি গাড়ীটি ইলিশ পরিবহনের। গাড়িতে কোন লোক ছিল কিনা তা জানতে পারিনি। এই ঘটনার খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই চন্দন মোহন পাল বলেন, একটি যাত্রীবাহিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, কেউ আটক হয়নি। কি ভাবে আগুন লেগেছে তা জানতে পারিনি।

আরো পড়ূনঃ কেরানীগঞ্জে দুই থানায় বিএনপির একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা