আগামী ২৩ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে এবার প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে দলটি। কেন্দ্রীয়ভাবে ১০ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে যে ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ তার মধ্যে রয়েছে–
(১) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ; বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজ ও পেশাজীবী নেতাদের আমন্ত্রণ
(৩) রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দর্যালির আয়োজন; একই সঙ্গে সব দলীয় কার্যালয় ও স্থাপনায় আলোকসজ্জা, আনন্দ র্যালি, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনা সভা আয়োজন
(৪) সারা দেশে এতিমখানা ও হাসপাতালে এবং কর্মজীবী, গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
(৫) শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন; পুরস্কার হিসেবে ‘গ্রাফিক নোভেল মুজিব’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রদান
(৬) ক্রোড়পত্র, বিশেষ স্মরণিকা ও গ্রন্থ প্রকাশ এবং পোস্টার, ব্যানার ও আলোকচিত্র প্রদর্শনী; বিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজ্যুয়াল কনটেন্ট প্রচার
(৭) বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন
(৮) ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ
(৯) দলের সর্বস্তরের প্রবীণ নেতাদের সম্মাননা প্রদান
(১০) দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি গ্রহণ; এ লক্ষ্যে দেশের সব জেলা, মহানগর, থানা বা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ। সারা দেশে সড়ক, মহাসড়কের দুই পাশে ও সড়ক বিভাজনে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙ্গিনা, নদী, খাল-বিল ও জলাশয়ের দুই পাড়ে বৃক্ষরোপণ। একইভাবে মহানগরসহ সব শহরে ছাদে ও বেলকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষ রোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ।
বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগ জেলা/মহানগর, উপজেলা/থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব শাখাগুলোকে কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে দেশে ও প্রবাসে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের।