কেরানীগঞ্জের আব্দুল্লাহপরে বসত বাড়ীতে হামলায় ৬ জন আহত হওয়ার অভিযোগ

কেরানীগঞ্জ ছিনটাই ও অপরাধ

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকার দুলাল মিয়ার বাড়ীতে হামলার ঘটনায় ৬ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে । অভিযোগে দুলাল মিয়াসহ আর পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়।

গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায়  স্থানীয় (১) রবিউল ঢালী (২) জান শরিফ ঢালী (৩) শিপন ঢালী (৪) করির হোসেনসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জন হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যা।

 

আহতরা হলেন, (১) দুলাল মিয়া তার স্ত্রী (২) হাসিনা বেগম, মেজ ছেলে (৩) রাকিব ইসলাম, ভাগিনা, (৪) মাহাদি হাসান ইমরান, ও ছোট বোন (৫) ইয়াসমিন বেগম। সস্ত্রাসীদের হামলায় মাহাদি হাসান ইমরান ও রাকিব ইসলাম এর শরীরে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তাদের অবস্তা আশম্কাজনক। এ ঘটনায় দক্ষিণ কেরনীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী দুলাল মিয়া জানান, দীর্ঘ দিন ধরে (১) রবিউল ঢালী (২) জান শরিফ ঢালী ও তার পরিবারের লোকেরা তাদের বাড়ী দখলের জন্য বিভিন্ন ভাবে পায়তারা করছিলো। এ বিষয়গুলো স্থাণীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে নালিশ করেও কোন সমাধান পাইনি তারা। হঠাৎ গত কাল সকাল ১১টার সময় তারা ১৫ থেকে ২০জন লোক আমার বাড়ীতে প্রবেশ করে  এলাপাতারি আঘাত করে রক্তাত্ত করে গুরুত জখম করে।  এর আগেও আরো দুইবার আমার বাড়ীত হামলা করেছিল।

আহত হাসিনা বেগম বলেন, আমার বাড়ীত  এসে আমাদের এলোপাতারি আঘাত করে রক্তাত্ত করেছে। তার গলার চেইন ও কানের দুল নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন হাসিনা বেগম।

 

এ  ঘটনার তদন্তকারি কর্মকতা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই সরহাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলার ঘটনার সত্যতা মিলেছে। ভুক্তভোগী পরিবার মামলা করতে চাইলে মামলা নেয়া হবে।