১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেট হামলায় নিহত সকল শহিদদের স্মরনে কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামীলীগের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগষ্ট রবিবার মডেল থানাধীন রেড রোজ পার্টি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কামরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম বলেন, জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধু কে নয় হাজার হাজার মুক্তিযুদ্ধাকে হত্যা করেছে। জিয়াউর রহমানের দেখানো নোংরা পথে খালেদা জিয়া ও তারেক রহমান চলছে। দীর্ঘ ২৩ বছর বঙ্গবন্ধু যে অপশক্তির বিরুদ্ধে লড়েছে, সেই একই অপশক্তির বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী এখন লড়ছে।
যখন আমাদের প্রিয় নেত্রী আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন আমাদের দেশের বিরুদ্ধে অপশক্তি ষড়যন্ত্র করছে। ৭১ এ যারা আমাদের মুক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এখোনো ঐ শক্তি আবারো দেশের বিরুদ্ধে, গনতন্ত্র কে হত্যার জন্য ষড়যন্ত্র করছে। গয়েশ্বর রায় মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে কটুক্তি করেছে তাকে কেরানীগঞ্জে অবঞ্চিত ঘোষনা করা হবে। বিএনপি যদি আবারো আন্দোলনের নামে অপতৎপরতা চালায় আমরা কোন অবস্থা তেই তাদের ছাড় দিবো না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক শবনম জাহান শিলা এম পি।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ্যাড. আনোয়ারা শাহজাহান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, শফিকুল আজম খান বারকু, শিলারা ইসলাম, সুমাইয়া চৌধুরি বন্যা, হাজী আবুল হোসেন মস্তান, মোঃ ইয়ামিন, মোঃ জিলহজ্জ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা হামিদা বেগম লতা।
আরো পড়ুনঃ জিনজিরায় সংঘর্ষের ঘটনায় মামলা ; আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ