খেয়াঘাটের ইজারা

কেরানীগঞ্জে আন্ত:ইউনিয়ন খেয়াঘাটের ইজারা বিজ্ঞপ্তি

কেরানীগঞ্জ

কেরানীগঞ্জ উপজেলাধীন কোন্ডা ও হযরতপুর ইউনিয়নের তিনটি খেয়াঘাটের ইজারা প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

কেরানীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, উপজেলার কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার-জাজিরা খেয়াঘাট, মাওলা খেয়াঘাট ও হযরতপুর ইউনিয়নের হযরতপুর খেয়াঘাট সমূহ বাংলা ০১ লা অগ্রহায়ণ থেকে ৩০ চৈত্র পর্যন্ত ০৫ (পাঁচ) মাসের জন্য ইজারা প্রদান করা হচ্ছে। বিজ্ঞপ্তি আরো উল্লেখ আছে, শুধুমাত্র পেশাদার পাটনীগণ টেন্ডারে অংশ গ্রহণ করতে পারবেন। তবে, যদি পেশাদার পাটনীগণ টেন্ডারে অংশ না করে থাকে সেক্ষেত্রে আগ্রহী ব্যক্তি/ প্রতিষ্ঠানকে সকলেই অংশগ্রহণ করতে পারবেন। দরপত্রের যাবতীয় শর্তাবলী ও তথ্যাদি অফিস চলাকালীন সময়ে অফিস থেকে জানা যাবে। উল্লেখ্য কাঙ্খিত ইজারা মূল্য পাওয়া না গেলে একাধিক পর্যায়ে ডাক অনুষ্ঠিত হবে।

 

খেয়াঘাটের ইজারা
ক্রমানুসারে ১৪৩১ বাংলা সনের অবশিষ্ট ০৪ মাসের জন্য কাঙ্ক্ষিত সরকারি মূল্য মোল্লা বাজার-জাজিরা খেয়াঘাট ৬০ হাজার টাকা,  মাওলা খেয়াঘাট ৩০ হাজার টাকা এবং হযরতপুর খেয়াঘাট ৩০ হাজার টাকা ইজারা ধার্য করা হয়েছে।

নিলামের ১ম ডাকের তারিখ ০৪ ডিসেম্বর সকাল ১১ টা, ২য় ডাক (প্রযোজ্য ক্ষেত্রে) ০৯ ডিসেম্বর সকাল ১১টা, ৩য় ডাক (প্রযোজ্য ক্ষেত্রে) ১২ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্ধারণ করা হয়েছে।

ইজারা ডাকের শর্তাবলী ও নিয়মাবলী সমূহ:

০১ . নিলাম ডাকে অংশগ্রহণ করার পূর্বে জামানত বাবদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা মাত্র জমা দিতে হবে যা ফেরতযোগ্য।

০২. সর্বোচ্চ ডাককারীকে ডাকের ৫০% অর্থ ০২ (দুই) কর্মদিবসের মধ্যে জমা প্রদান করতে হবে এবং অবশিষ্ট অর্থ নিলাম ডাকের ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। অন্যথায় প্রদত্ত জামানত বাজেয়াপ্ত করা হবে। উল্লেখ তাকে যে, জামানতের অর্থ প্রথম কিস্তির সহিত সমন্বয়যোগ্য।

 

আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে পরীক্ষার হলে শিক্ষক শিক্ষিকার মারামারি