কেরানীগঞ্জে কারাগারে বিএনপি নেতা অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেছে

কেরানীগঞ্জ

বিস্ফোরক মামলায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক ইদ্রিস আলী(৬০) নামের এক বিএনপি নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মৃত ইদ্রিস আলী রাজধানীর ৫৩৯নং পূর্ব জুরাইন এলাকার কামিজ উদ্দিনের ছেলে।সে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড বিএনপি সাবেক সহ সম্পাদক ছিল।

বৃহস্পতিবার(১০ আগস্ট ) দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলার ৬০২ নম্বর রুমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে নয়টায় কারা অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর প্রমানপত্রের উদ্ধৃতি দিয়ে জানান,ব্রেন স্ট্রোকের পর মস্তিষ্কের রক্তক্ষরণ কারণে তার মৃত্যু হয়েছে। সে রাজধানীর কদমতলী থানায় বিস্ফোরক সহ আরো বেশ কয়েকটি মামলায় গত ৩১ শে জুলাই থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সরকার বিরোধী চলমান আন্দোলনের সময় তাকে গ্রেফতার হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে কদমতলী থানার অফিসার ইনচার্জ প্রলয় কুমার সাহা জানান, তিনি নিয়মিত মামলায় আটক হয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে বন্দি হয়েছিল।

আরো পড়ূনঃ নাশকতার মামলায় রেজাউল কবীর পলকে গ্রেফতার করেছে র‍্যাব-১০