কেরানীগঞ্জে চোরাই মোবাইল বিক্রয় চক্রের দুই সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে চোরাই মোবাইল এর আইএমইআই নম্বর পরিবর্তন করিয়া বিক্রয় চক্রের সক্রিয় দুই সদস্যকে ২০টি  সহ চোরাই মোবাইল গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার ১৯ মে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৮ মে কেরানীগঞ্জ মডেল থানার এস আই অলক কুমার দে ও এস আই রিয়াজ মাহমুদ নুরন্ডী মোড়ে ডিউটি কারকারী অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আটিবাজার মসজিদ মার্কেটের সামনে পাকা রাস্তার উপর চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করার জন্য কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল সহ অবস্থান করিতেছে।

সংবাদের প্রেক্ষিতে অতিরিক কেরাণীগঞ্জ সার্কেল,  মোঃ শাহাবুদ্দীন কবীর  ও অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন অর রশিদ, অবহিত করলে, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের দিক নির্দেশনায় তাহাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়। পরে অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইলে উজ্বল চন্দ্র দাস ও সাদিক হোসেন নামে দুই ব্যাক্তিকে একটি ব্যাগ সহ আটক করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে ব্যাগ তল্লাশি করিয়া সর্বমোট ২০ (বিশ) টি মোবাইল পাওয়া যায়, যাহার কোন কাগজপত্র নাই, তিনটি মোবাইলের আইএমইআই নম্বর কাটা।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন এলাকা হইতে চোরদের মাধ্যমে তারাই মোবাইল সংগ্রহ পূর্বক আইএমইআই নম্বর বিনষ্ট করিয়া বিভিন্ন মানুষের কাছে বিক্রয় করার বিষয়টি স্বীকার করে।

গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরনের পক্রিয়া চলমান রয়েছে।

আরো পড়ুনঃ কেরানীগঞ্জে অপহরনের ৫ দিন পর কিশোরী উদ্ধার