নারী উদ্যাক্তা

কেরানীগঞ্জে নারী উদ্যোক্তাদের বৈঠক অনুষ্ঠিত

কেরানীগঞ্জ

প্রতিবেদকঃ  রিফাত হোসেন

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কেরানীগঞ্জ উপজেলায় তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারী দের ক্ষমতায়নে তথ্য আপা (২য় পর্যায়ে) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলার তথ্য কেন্দ্রের আয়োজিত এই উঠান বৈঠকে নারীর ক্ষমতায়ন, তথ্য আপার কার্যক্রম, বাল্যবিবাহ ও জন্মনিবন্ধনের গুরুত্ব নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ

তিনি বলেন, নারীদের এ উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেয়ার ক্ষেত্রে তথ্য আপা ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী জাগরনে অগ্রনী ভূমিকা পালন করছে।

নারী উদ্যাক্তা

তারই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এমন প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরও বলেন, উন্নত বাংলাদেশ গড়তে সমাজে কুসংস্কার ভেঙ্গে সবাইকে এগিয়ে যেতে হবে।

উপজেলা পরিষদ থেকে নারী উদ্যোক্তাদের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাইয়ে দেয়ার ব্যাপারেও তিনি আশ্বাস প্রদান করেন।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা নাজনীন নাহারের সার্বিক ব্যবস্থাপনায় বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা, শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল প্রমুখ।

 

আরো পড়ুণঃ পাসপোর্ট নবায়নে নতুন নির্দেশনা ( খারিজিয়া ) বন্ধের ঘোষণা কুয়েতে