কেরানীগঞ্জে নৌকা মাঝি শ্রমিক অধিকার ইউনিয়নের পরিচিতি সভা ও সমাবেশ

কেরানীগঞ্জ রাজনীতি

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় কেরানীগঞ্জের তৈলঘাটে কেরানীগঞ্জ উপজেলা নৌকা মাঝি শ্রমিক অধিকার ইউনিয়ন এর পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গণঅধিকার পরিষদ এর সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পাদ, কেরানীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এড. মুমু জান্নাত ও সদস্য সচিব শওকত মোল্লা। ঢাকা জেলা দক্ষিণ ছাত্র, যুব ও শ্রমিক অধিকারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

সংক্ষিপ্ত বক্তব্য দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, আমরা সংস্কারের আগে নির্বাচন চাইনা, একসময় সারাদেশে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো। আপনারা দেখেননি ৫ তারিখে তাদের অবস্থা কি হয়েছে, আপনারাও তাই সাবধান হয়ে যান।

 

গণঅধিকারের প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম বলেন , ২৪ এর গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার শ্রমিক তাদের বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, ১৯৭১ সালেও কৃষক ও শ্রমিক শ্রেণীর মানুষই জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরেও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়নি। তারা কর্মক্ষেত্রে ১২ থেকে ১৫ ঘন্টা কাজ করেও পরিবার নিয়ে তিনবেলা খেতে পারেনা, তাদের সন্তানদের ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারেনা। যেখানে একজন সচিবের বেতন মাসে দেড় লাখ টাকা সেখানে একজন শ্রমিক সারাদিন পরিশ্রম করে ৮ থেকে ১০ হাজার টাকা বেতন পায়। এই বৈষম্য আমরা কেউ চাইনা।

শহীদুল ইসলাম বলেন, কেরানীগঞ্জের নৌকা শ্রমিকরা শেখ হাসিনার পতনের জন্য আন্দোলনকারীদের অনেক সময় ফ্রীতে নৌকা পার করেছেন, এই শ্রমিকদের রিজিকে যদি কেউ ভাগ বসাতে আসে, কেউ যদি চাঁদা দাবি করে তাহলে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবেন, গণঅধিকার পরিষদ আপনাদের সঙ্গে আছে।

 

সমাবেশের সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নৌকা মাঝি শ্রমিক অধিকার ইউনিয়ন এর সভাপতি মাওলানা ওমর ফারুক, উপস্থিত ছিলেন

সাধারণ সম্পাদ সোহেল।