ঢাকার কেরানীগঞ্জে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে জুম্মার নামাজের পর মসজিদে চত্বরে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২১ জুলাই ) দুপুর পৌনে দুইটায় শুভাঢ্যা ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মেম্বারের নেতৃত্বে হাসনাবাদ পাওয়ার গ্রিড জামে মসজিদ ও বিএনপি নেতা খোরশেদ মিয়ার নেতৃত্বে আব্দুল্লাহপুর এলাকার কান্দাপাড়া জামে মসজিদ এই লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও একই সময় দক্ষিন কেরানীগঞ্জের আগানগর এলাকায় আসাদ খানের নেতৃত্বে, শুভাঢ্যা ৪-৫ নম্বর ওয়ার্ড এলাকায় মোশারফ মেম্বারের নেতৃত্বে,মোকাররম হোসেন সাজ্জাদের নেতৃত্বে জিনজিরা এলাকা সহ উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়।
তবে মসজিদগুলোতে লিফলেট বিতরণ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিভিন্ন মসজিদে ১০-১২টি লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
কর্মসূচি প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ঈশা খাঁ বলেন, চলমান আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জনসমর্থন আদায়ের লক্ষ্যে আমাদের এই কার্যক্রম।মসজিদে লিফলেট বিতরণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। আগামীতেও সরকার পতনের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি শান্তিপূর্ণভাবে পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ।