কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা বাধা দেওয়ায় দুজনকে কারাদণ্ড

কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা বাধা দেওয়ায় দুজনকে কারাদণ্ড

কেরানীগঞ্জ তেঘরিয়া

প্রতিবেদকঃ মোঃ রাহাত হোসেন

ঢাকার কেরানীগঞ্জে  রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, সোমবার বিকালে রসুলপুর বাজার এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে বাধা দেন ভবন মালিকদের একজন মো. উল্লাহ (৫০) ও তার সহযোগী মো. রাসেল (৪৫)। এ সময় অভিযানে মোবাইল কোর্টের সঙ্গে থাকা পুলিশ সদস্যরা দুজনকে আটক করে। সন্ধ্যায় তাদের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।

মো. উল্লাহকে ৭ দিন ও মো. রাসেলকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেওয়ার পর তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রাজিব হোসেন জানান, মোবাইল কোর্টের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছিল। পরে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরো পড়ুনঃ কবে হতে পারে ঈদুল আজহা, জানাল আবহাওয়া অধিদপ্তর