কেরানীগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

কেরানীগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ফার্মেসিকে জরিমানা

কেরানীগঞ্জ

প্রতিবেদকঃ মোঃ রাহাত হোসেন

ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে  রয়েছে নামে বেনামে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি। আর তাদের ভুল চিকিৎসায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছেন।কেরানীগঞ্জের বিভিন্ন অলি-গলিতে এবং প্রতিটা মোড়ে মোড়ে রয়েছে ফার্মেসী। আর এসব ফার্মেসীতে ভুয়া চিকিৎসক বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন।

কেরানীগঞ্জে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও একটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর একটি ফার্মেসিতে ভুয়া ডাক্তার দ্বারা পরিচালিত হয় এই তথ্য পেয়ে সেখানে  অভিযান চালানোর কথা টের পেয়ে পালিয়ে যায়। অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তানভীর আহমেদ জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কেরানীগঞ্জে বিভিন্ন এলাকায় লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি রয়েছে। অনেক ফার্মেসিতে ভুয়া চিকিৎসক বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।

গোপ্ন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় ইরাজ নামের একটি ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সবিহীন ল্যাব ব্যবহার করার অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর কোন্ডা ইউনিয়নের ধলেশ্বর এলাকায় নিজ নামে একটি লাইসেন্সবিহীন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে সন্ধ্যা ৭টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া গার্লস স্কুল রোডে ভুয়া চিকিৎসক দ্বারা পরিচালিত একটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসির লোকজন অভিযান টের পেয়ে পালিয়ে যায়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন বলেন, লাইসেন্সবিহীন ও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, হাসপাতাল ও ফার্মেসির বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলছে।

দেশের জনগণের সঠিক স্বাস্থ্য নিশ্চিত করতে এরই ধারাবাহিকতায় আজ একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি একটি লাইসেন্সবিহীন ফার্মেসিকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। দেশের সঠিক স্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

 

আরো পড়ুনঃ  রাজধানীর কেরানীগঞ্জে ০৪ ছিনতাইকারী গ্রেফতার