কেরানীগঞ্জে ৫ লাখ টাকার বিদেশী মদ সহ ৩ জন আটক

আইন ও আদালত কেরানীগঞ্জ বাস্তা

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে আনুমানিক ৫ লাখ টাকার ( ৯৮ বোতল) বিদেশী মদ সহ তিন জন মাদক কারবারীকে আটক করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

 

২০ অক্টোবর (রবিবার) উপজেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের বোয়ালী গ্রামের কোনাখোলা হতে রাজাবাড়ী রাস্তার দীনেশ সরকারের বসত ঘরের পশ্চিম পাশ থেকে এই বিপুল পরিমান মদ জব্দ করা হয় বলে জানা যায়।

 

পুলিশ সুত্রে জানা যায়, রাত্রীকালীন ডিউটি করাকালে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কোনাখোলা পুলিশ ফাঁড়ীর এএসআই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি টিম আনুমানিক রাত ৪ টার সময় গোপন সংবাদের মাধম্যে জানতে পারে রাজাবাড়ী রোডে বিদেশী মদ বেচাকেনা হচ্ছে ।

 

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশি অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে পুলিশের হাতে ৩ জন আটক হয়।

 

আটক মাদক ব্যবসাীদের জিজ্ঞাসাবাদ করলে মদ বিক্রির বিষয়টি স্বীকার করে এবং তাদের দেখানো মদ বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান সহ আনুমানিক ৫ লাখ ২০ হাজার টাকা সমমূল্যের ৯৮ টি বিদেশী মদের বোতল সহ তাদের তিনজনকে আটক কর হয় ।

 

আটক হওয়া মাদক কারবারীদের নাম ১) আজাদ মিয়া (২৯), ২) জাহিদ হাসান (২৫),৩) মোঃ রুবেল মিয়া (২১)। দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে জানান।