মোঃ রাহাত হোসেন
উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ প্রেসক্লাব এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪-২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত কেরানীগঞ্জ প্রেসক্লাব ভবনে চলে ভোট গ্রহণ। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন দৈনিক সমকাল পত্রিকার মোহাম্মদ রায়হান খান ও সাধারণ সম্পাদক পদে কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু।
এছাড়া সহ-সভাপতি পদে রাকিব হোসেন (নয়া দিগন্ত) , সাংগঠনিক সম্পাদক পদে নাজিম উদ্দিন ইমন (আজকের পত্রিকা), কোষাধক্ষ্য পদে আশিক নূর (আমাদের সময়) , দপ্তর সম্পাদক পদে এরশাদ হোসেন (বাংলাদেশের খবর), কার্য নির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন (ডিবিসি নিউজ) ও রাজু আহমেদ (আরটিভি) নির্বাচিত হন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম বিপ্লব (সংবাদ) সোহরাওয়ার্দী শ্যামল (গাজী টিভি) সমান ভোট পেয়ে যুগ্ম ভাবে নির্বাচিত হয়েছেন।
এসময় কেরানীগঞ্জ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শফিক চৌধুরী ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ইউসুফ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। ভোট প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব,আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করা হয় ।
আরো পড়ুনঃ পুকুরে ডুবে দুই হাফেজের মৃত্যু