বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। রোববার (৩ নভেম্বর) রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় রাজধানীর ভাটারা প্রগতি স্মরণি থেকে গুলি করার অভিযোগে এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার মামলাও রয়েছে।
আজ সোমবার ৪ (নভেস্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ডিএমপির জনসংযোগ শাখার এডিসি ওবায়দুর রহমান সাংবাদিকদের বলেন, তাপসের প্রগতি সরণির অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
তিনি বলেন, গান বাংলার প্রধান নির্বাহী তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হচ্ছে।
সংগীতের জনপ্রিয় মুখ কৌশিক হোসেন তাপস। গান বাংলা টিভির কর্ণধারও তিনি। পাশাপাশি তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত।
গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের একমাত্র সংগীত ভিত্তিক টিভি চ্যানেল গান বাংলায় ভাঙচুর করা হয়।
রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত ভবনটির বেশিরভাগ ফ্লোর জুড়েই ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। ৮ থেকে ১০তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়।
আরোও পড়ুনঃ এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ