জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড

জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়

কেরানীগঞ্জ জিনজিরা

প্রতিবেদকঃ মোঃ রাহাত হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এই চারটি শব্দ কেরানীগঞ্জের মাটিতে থাকবে না, এতে জীবন থাকুক বা না থাকুক। তিনি রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৪ টায় জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায়, ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এইগুলোর বিরুদ্ধে এলাকাবাসীকে পাশে থাকতে আহবান জানিয়েছেন।

তিনি আরো বলেন, ১৬ বছর কেরানীগঞ্জের উন্নয়নের নামে যত বরাদ্দ এসেছে সেই টাকায় কোন উন্নয়নমূলক কাজ না করে আওয়ামী লীগ নেতা-কর্মীরা তা পকেটে বড়েছে। বিদেশ এবং দেশের ভিতর থেকে ষড়যন্ত্রকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ ও সোচ্চার থাকতে হবে।

জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট নিপুন রায় বলেন, ৪নং ওয়ার্ডে বিভিন্ন সমস্যার কথা শুনলাম। বিশেষ করে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এই সামাজিক ব্যাধি থেকে কেরানীগঞ্জকে মুক্ত করতে হবে, নির্মূল করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোকাররম হোসেন সাজ্জাদ।

জিনজিরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আল-আমিন রনি বলেন, গত স্বৈরাচার সরকারের আমলে আমাদের কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি, আমরা আমাদের নেতাকে ইচ্ছা থাকা শর্তেও এখানে এনে কোনো প্রোগ্রাম করতে পারি নি এবং আমাদের এই ৪ নং ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, বিগত সময়গুলোতে আন্দোলন-সংগ্রামে ৪নং ওয়ার্ডের ব্যাপক ভূমিকা ছিলো এবং সামনের দিনগুলোতেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বাবু গয়েশর চন্দ্র রায় কে ধানের শীষে বিপুল ভোটে বিজয় করে নিয়ে আসবো।

জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জাহিদ হাসান বলেন, দীর্ঘ সতের বছর আমরা নিপীড়িত-নির্যাতিত হয়েছি, আমাদের কোথাও কোনো প্রোগ্রাম করতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় পর আমাদের ৪নং ওয়ার্ডে আমাদের নেতার আগমন হবে, আমরা আশা করি তিনি আমাদের এলাকার প্রতিটি অসহায় মানুষের কথা শুনবেন এবং তাদের পাশে থাকবেন।

জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক নাজিম আহমেদ বলেন, দীর্ঘ সতেরো বছর পর জিনজিরা ইউনিয়ন ৪নং ওয়ার্ডে বিএনপির কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমাদের ৪ নং ওয়ার্ডের নেতা-কর্মীদের আগমন,  বিভিন্ন কালারের ব্যানার-ফেস্টুন দেখে মনে হচ্ছে আমাদের এলাকায় উৎসব হচ্ছে। তৃনমূলের কর্মীদের এটাই চাওয়ার ছিলো। সর্বশেষ বলবো আজকের এই কর্মী সভাটি সফল হউক সার্থক হউক।

জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ওমর শাহ নেওয়াজ, আগানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী বাহার, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ মামুন,দক্ষিন কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন, জিন জিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন, সাবেক ছাত্রনেতা মোঃ পরাগ, জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম খোকন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সদস্য মোঃ সোহেল, জিনজিরা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি উজ্জল আহমেদ, সাবেক ছাত্রনেতা মোঃ শাহাদাত,  জিনজিরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জুনু আহমেদ, জিনজিরা ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি সাদ্দাম হোসেন, জিনজিরা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের মোঃ চঞ্চল আহমেদসহ প্রমুখ।

আরোও পড়ুনঃ সাবেক এম পি গোলাম কিবরিয়া টিপু কেরানীগঞ্জ থেকে আটক