মোঃ মাসুদ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কা প্রতীক নিয়ে টানা চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ উপজেলার মোট ২২৫ টি ভোট কেন্দ্র থেকে শাহীন আহমেদ আনারস মার্কা প্রতীকে মোট (১,৬৬,৮৩৬) ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব পেয়েছেন মোট (৬০২৯৩) ভোট।
এছাড়াও কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মাইক মার্কা প্রতীকের প্রার্থী মোঃ সালাউদ্দীন লিটন মোট (১৪৯০৫৮) ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন তালা মার্কা প্রতীকে মোট ভোট পেয়েছেন (৬৪৫১২), অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার প্রার্থী ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক আসমা আক্তার রেশমা মোট ( ১৬৯৫০৫) ভোট পেয়ে জয়ী হয়েছেন,তার নিকট তম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন (৩৪৯৮৪ ) ভোট।
এর আগে শাহীন আহমেদ শিক্ষাখাতে বিশেষ অবদান রাখায় পরপর দুইবার জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে ক্রেস্ট গ্রহণ করেছেন।
টানা চতুর্থ বার চেয়ারম্যান হয়ে শাহীন আহমেদ বলেন,এ জয় আমার একার নয় এ জয় কেরানীগঞ্জ উপজেলা বাসীর জয়,এ জয়ের মাধ্যমে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অভিভাবক জননেতা নসরুল হামিদ বিপু ভাইয়ের নেতৃত্বে স্মার্ট কেরানীগঞ্জ উপজেলা গড়ার ধারা আরো বেশি অব্যাহত থাকবে।