রাজধানীর নয়াপল্টনে আগামী ১০ মে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরদিন ১১ মে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ।
গতকাল সোমবার (৬ মে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার (৬ মে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলা প্রত্যাহার এবং, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ১০ মে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরদিন ১১ মে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
গত ২৬ এপ্রিল ঢাকায় এই সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু তাপপ্রবাহ ও হিট অ্যালার্টের কারণে তা স্থগিত করা হয়েছিল।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক আবদুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মজনু।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামীকাল ৮ মে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ ও দোয়া মাহফিল হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রাজধানীর নয়াপল্টনে আগামী ১০ মে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরদিন ১১ মে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান টুকুসহ আটককৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে ১১ মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল। সোমবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আরো পড়ুনঃ রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আইওএমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর