গত ২৭ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ১১:০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্বপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে দেশীয় অস্ত্র সহ দস্যুতার প্রস্তুতিকালে ০২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মাঈনুদ্দিন (৩৫), পিতা-মোঃ আব্দুল সালাম, সাং-চর সুহারী, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী, ২। মোঃ হাবিবুর রহমান (৪৬), পিতা-মোঃ আব্দুল হাই সিদ্দিক, সাং-চাউলিয়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র ০২টি ছোরা, ০১ বোতল বিদেশী মদ (হুইস্কি) এবং মাদক বিক্রয়ের নগদ-১৩,০০০/- টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দস্যুতা করে আসছিল। এছাড়া তারা ঢাকার কেরাণীগঞ্জ, বাবুবাজার,নয়াবাজারসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্র এর ভয় দেখিয়ে ছিনতাই/চাঁদাবাজি করে সেখান থেকে দ্রত পালিয়ে যেত বলে জানা যায়।