পদ্মা সেতু তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

জাতীয়

পুলিশ সূত্রে জানা গেছে,  পদ্মা সেতু এর ওপর কাজ চলমান থাকায় এক লেনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

পদ্মা সেতু এর মাওয়া অংশে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাসের হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন।

তিনি বলেন, “সেতুর ওপর সড়ক ডিভাইডার দিয়ে কাজ চলমান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের হেল্পার ও একজন যাত্রী আহত হয়েছেন। পরে তাদের শরীয়তপুরে নেয়া হয়। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরোও জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে বাস দুটি র‍্যাকারের মাধ্যমে থেকে সরিয়ে নেয়া হয়েছে। গোল্ডেন লাইন পরিবহনের বাসটি পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। সেতুতে এখন যান চলাচল স্বাভাবিক।

 

আরো পড়ুনঃ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ