বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ২০১২ সালে কেরানীগঞ্জের শুভাঢ্যায় আলোচিত পরাগ মন্ডলকে যে অপহরন করলো, সে এখন কেরানীগঞ্জের জাময়াতের বড় নেতা। কিছু দিন আগেও যে থানায় নিজের নাম লিখে ওসিকে লাখ টাকা খরচ করে চেয়ার দিয়েছে সে এখন জাময়াতের বড় নেতা। সাবেক এমপি নসরুল হামিদ বিপুর সাথেও ছিলো যার অনেক বেশি সখ্যতা সে এখন কেরাণীগঞ্জের বড় জাময়াত নেতা। জামায়াতের নেতারা কোন ধরনের আপনারা বুঝে নেন।
শনিবার বিকালে কেরানীগঞ্জে চুনকুটিয়া গার্লস স্কুলে দক্ষিন কেরানীগঞ্জ বিএনপি আয়োজিত যথা সময়ে সংস্কার ও দ্রুত সময়ে নির্বাচন দাবীতে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, সবাই মিলে বিএনপির পিছনে লেগেছে কারন সবাই জানে আগামী নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জিতবে। এ কারনে তারা নির্বাচন চায় না। শেখ হাসিনা ঠিকি পালিয়ে গিয়েছে।, কিন্তু হাসিনার সাংগো পাংগোর এখনো রয়ে গেছে স্ব স্ব জায়গায়। এ কারনে দেশ থেকে এখোনো দুর্নীতি কমে নাই।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে স্থায়ী কমিটির অপর সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আবারো যদি মাঠে নামতে হয়, সংগ্রাম করতে হয়, বিএনপি আবারো মাঠে নামবে এবং সংগ্রাম করবে । তিনি আরো বলেন, একটা পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার চেষ্টা করছে। দেশের জনগণ তা মেনে নিবে না।
৫ আগষ্টের পরে দেশের রাজনৈতিক দল গুলোর মধ্যে ঐক্যের বদলে নিজেদের মধ্য লড়াই শুরু করেছে।গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে। এনসিপি আওয়ামী লীগের মতো গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করছে। দেশের স্বার্থে, জনগনের স্বার্থে, গনতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নিপুন রায় ।