আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছে, তাদের দেখে আওয়ামী লীগ উৎসাহবোধ করছে। আশা করছি, আগামী ৭ জানুয়ারি অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা পর্যবেক্ষণ করে যেন তার সঠিক চিত্র, বিদেশি সাংবাদিকরা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আ. লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।
বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তিনি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, একটি সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের জন্য আ.লীগ সরকার নির্বাচন ব্যবস্থায় ৮২টি সংস্কার এনেছে। এই সংস্কারের একটি তালিকা কমনওয়েলথ টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। এই নির্বাচন নিয়ে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক টিমের ব্যাপক আগ্রহ রয়েছে, তারা আশা করছে বাংলাদেশে একটি ভালো নির্বাচন হবে।
বর্তমানে বাংলাদেশে অবস্থান করা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের বিষয়ে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন, তাদের দেখে আওয়ামী লীগ উৎসাহবোধ করছে। ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী ৭ জানুয়ারি যে অবাধ, সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা পর্যবেক্ষণ করে যেন তার সঠিক চিত্র বিদেশি সাংবাদিকরা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।
এর আগে, বৃহস্পতিবার সকালে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল । পুলিশ সদর দপ্তরে এ বৈঠক অনিুষ্ঠিত হয়। বৈঠকে ভোটের সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বৈঠকে পুলিশপ্রধানের কাছে জানতে চান প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় ভোটের নিরাপত্তা নিয়ে সার্বিক চিত্র তুলে ধরেন আইজিপি।