নিজ শরীরে বিশেষ কৌশলে বেধে বুপ্রেনরফিন বহনকালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
অদ্য ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ০৬:০৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে নিজ শরীরে বিশেষ কৌশলে বেধে বুপ্রেনরফিন বহনকালে আনুমানিক ৪,৯৭,৫০০/- (চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ৯৯৫ (নয়শত পচাঁনব্বই) পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ তানজিলা বেগম (৪৬), স্বামী-মোঃ মোতালেব হোসেন, সাং-ধারকি, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট বলে জানা যায়।