বেদে জনগোষ্ঠীর মাঝে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ

Uncategorized

ঢাকার কেরানীগঞ্জে বেদে জনগোষ্ঠীর মাঝে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করেছে বেসরকারি সামাজিক সংগঠন চিরন্তন সমাজ কল্যান সংস্থা। গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় এ কর্মসূচী পালন করে সংস্থাটি। কর্মসূচীতে প্রায় ৬ মাস প্রশিক্ষন শেষে বেদে নারীদের মাঝে সনদ ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চিরন্তন সমাজ কল্যান সংস্থার সভাপতি পীযূষ কান্তি সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত,  সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সিনিয়র সহসভাপতি শাহজামাল, কারিগরি প্রশিক্ষক মো: আবুল কাশেম, প্রশিক্ষক সাহাব উদ্দিন, সেলাই প্রশিক্ষক সুলতানা বেগম প্রমুখ।