বিপিএল ২০২৪

২০২৪ বিপিএলে কে কোন পুরস্কার পেলেন?

খেলাধূলা

প্রতিবেদকঃ রাহাত হোসেন

বাংলাদেশ ‍প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ফরচুন বরিশালের প্রথম শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে। আসরের সেরা ব্যাটার ও সেরা খেলোয়াড় হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলের সবকটি আসরে খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরা হলেন।

২০২৪ বিপিএল ফাইনাল

শুক্রবার (১ মার্চ) মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেট হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।

২০২৪ সালের বিপিএল

বরিশালকে শিরোপা জেতানোর পথে ব্যাট হাতে প্রায় সব ম্যাচেই রান করেছেন অধিনায়ক তামিম। দল জিতেছে শিরোপা, নিজে হয়েছেন টুর্নামেন্ট সেরা। শিরোপার পাশাপাশি অর্থ পুরস্কারও মিলেছে বরিশাল, তামিম সহ অন্য বিভাগের সেরাদের ঝুলিতে। চ্যাম্পিয়ন, টুর্নামেন্ট সেরাসহ ব্যাটে-বলে আলো ছড়িয়ে সেরা হওয়া বাকিরা কে কত টাকা পুরস্কার পেলেন, এক নজরে দেখে নেওয়া যাক:

রানার্সআপ: হ্যাটট্রিক শিরোপা হাতছাড়া হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে ১ কোটি টাকা।

আসরের সেরা খেলোয়াড়: ব্যাটে ও নেতৃত্বে আলো ছাড়িয়ে বরিশালকে শিরোপা জেতানো তামিম ইকবাল হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। আসরের সেরা পারফর্মার হিসেবে তার ঝুলিতে উঠেছে ১০ লাখ টাকার পুরস্কার। বিপিএলের সবকটি আসরে খেলা অভিজ্ঞ এই ব্যাটসম্যান প্রথমবারের মতো টুর্নামেন্ট সেরা হলেন।

সেরা ব্যাটার: আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পাঁচ লাখ টাকাও পেয়েছেন বরিশাল অধিনায়ক। বিপিএলে ১৫ ইনিংসে তিন ফিফটিতে ১২৭.১৩ স্ট্রাইক রেটে ৪৯২ রান করেন অভিজ্ঞ এই ওপেনার। যা বিপিএলের ইতিহাসের এক আসরে দেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ: বরিশালের বিপিএল ফাইনাল জয়ে সবচেয়ে বেশি অবদান ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্সের। বল হাতে ১ উইকেট নেওয়ার পর লক্ষ্য তাড়ায় ৩০ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করা কাইল মেয়ার্স জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ফাইনাল সেরার পুরস্কার হিসেবে পাঁচ লাখ টাকা পেয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

সেরা ফিল্ডার: টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কার তিন লাখ টাকা পেয়েছেন দুর্দান্ত ঢাকার নাঈম শেখ।

সেরা বোলার: দল মাত্র এক ম্যাচ জিতলেও দুর্দান্ত ঢাকার পেসার শরিফুল ইসলাম ছিলেন বল হাতে দুর্দান্ত। সর্বোচ্চ উইকেট শিকারীর পুরস্কার পাঁচ লাখ টাকা স্বাভাবিকভাবেই গিয়েছে তার পকেটে। ১২ ইনিংসে তার শিকার ২২ উইকেট। যা বিপিএলের এক আসরে পেসারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।

আরো পড়ুনঃ মুরগি সুমনসহ কিশোর গ্যাংয়ের ১৩ সদস্য আটক