২২তম রিয়েল এষ্টেট এক্সপো ২০২৩ আবাসন মেলার শুভ উদ্বোধন

কেরানীগঞ্জ জাতীয়

২২তম রিয়েল এষ্টেট এক্সপো ২০২৩ আবাসন মেলার শুভ উদ্বোধন করেন। আন্তর্জাতিক সংগঠন CEMS কর্তৃক আয়োজিত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র চারটি হল রুমে তিন দিন ব্যাপি মেলা চলছে
মেলা চলবে ৭, ৮ এবং ৯ই ডিসেম্বর ২০২৩ইং পর্যন্ত।

আজ ছিল মেলার উদ্বোধনী দিন
৩নং হলে চলছে “২২তম রিয়েল এষ্টেট এক্সপো ২০২৩”।

৪নং হলের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী (শিল্প মন্ত্রণালয়)…

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনিসুর রহমান মিয়া (বিপিএএ), চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)

জনাব আব্দুর রহিম খান (এডিশনাল সেক্রেটারি (এক্সপার্ট), বানিজ্য মন্ত্রণালয়।

মোহাম্মদ হোসেন (ডাইরেক্টর জেনারেল, পাওয়া সেল, পাওয়ার ডিভিশন,

ডঃ মোঃ মিজানুর রহমান (উপ-ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা)

জনাব সৈয়দ এরশাদ আহমেদ (প্রেসিডেন্ট আমেরিকান চেম্বার অফ কমার্স বাংলাদেশ)

সভাপতিত্ব করেন: মেহেরুন এন ইসলাম
প্রেসিডেন্ট এন্ড গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর CEMS গ্লোবাল USA & Asia pacific

 

শুভ উদ্বোধন এ  উপস্থিত ছিলেন ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি প্রাঃ লিঃ এর সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আসাদ রাসেল ও ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি প্রাঃ লিঃ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত ২২তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৩ এর আবাসন মেলায় ‘ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি প্রা: লি: ঢাকার কেরাণীগঞ্জের অত্যন্ত সুন্দর লোকেশনে নাগরিক সুযোগ সুবিধা সমৃদ্ধ তিনটি ল্যান্ড প্রজেক্ট এর রেডি প্লটি নিয়ে এই মেলায় অংশ গ্রহন করছে…
প্রজেক্ট সমূহ:
*কালিন্দী মডেল টাউন

*সোনার বাংলা গ্রীণসিটি

*সোনার বাংলা আবাসিক প্রকল্প

মেলায় প্লট কিনলেই আপনি পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার

*প্রথম পুরস্কার: ১১০ সিসি TVS মোটর সাইকেল।

*দ্বিতীয় পুরস্কার: ল্যাপটপ।

*তৃতীয় পুরস্কার: ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকেট।

আমাদের স্টল নং
C-2A & C-3

মেলা চলবে: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা।

সবাইকে ইউরো-বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি (প্রা:) লি: এর স্টলে সুস্বাগতম।

আরো পড়ুনঃ  ঢাকা-৩ আসনে নসরুল হামিদ সহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ