পরীমনি আর সমালোচনা যেন খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ঢালিউড নায়িকা যা-ই করেন না কেন, তা নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা। এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না তিনি। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে।
প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। তবে সব ধাক্কা সামলেও ওঠেন।
অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি—এমন গুঞ্জন ছড়িয়েছিল গত বছরের নভেম্বরে, এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর। ইসমাইলের সঙ্গে পরীমনির ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ইসমাইলের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অকপটে স্বীকার করে পরীমনি বলেন, ‘হ্যাঁ, ইসমাইল আমার সৎস্বামী ছিল।’
সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদীর সঙ্গেও নাম জড়ায় পরীমনির। দুজনকে নিয়ে গসিপ এখনো চলছে শোবিজ অঙ্গনে। তবে শেখ সাদী প্রসঙ্গে পরীমনির জবাব, ‘না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদী আমার খুব কাছের।’

