ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শাক্তা ইউনিয়নের হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালিত হয় বলে জানা যায়। গ্রেফতারকৃত দুই যুবক হলেন পলাশ গাজী (৩০) এবং সাব্বির (২২)।
তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পরিদর্শক (তদন্ত) মোঃ ইলিয়াস হোসেন, এসআই (নিঃ) মোহাম্মদ শহিদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ খায়রুল আলমসহ ফোর্স উপস্থিত ছিলেন।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে কেরাণীগঞ্জ মডেল থানায় অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা (নং-১৯, তারিখ-১০/০৯/২০২৫) রুজু করা হয়েছে।
আরোও পড়ুনঃ ২০২৬ সালের হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর

