কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুড়ির আঘাতে প্রবাসী আহত

Uncategorized কেরানীগঞ্জ তেঘরিয়া

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত হয়েছেন মালয়েশিয়া প্রবাসী মো: রাসেল (৪৫)।  বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত রাসেল তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী এলাকার সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে।

রাসেলের পরিবারের সদস্যরা জানান, বুধবার এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে উসমান মোল্লার ছেলে আকাশ মোল্লা (৩০), হাকিম মিয়ার ছেলে সিয়াম (২৩)সহ কয়েকজন রাসেলকে ঘিড়ে ধরে এবং তার সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় রাসেল তাদের বাধা দিলে তারা প্রথমে এলোপাতাড়ি মারধর করে , পরে ছুড়ি দিয়ে আঘাতের চেষ্টা করলে ধস্তাধস্তিতে আঘাতটি রাসেলের পায়ে লাগে। এসময় তারা রাসেলের সাথে থাকা টাকা পয়শা নিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় রাসেলকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন,  আকাশ দীর্ঘদিন ধরেই রাজেন্দ্রপুর ও তেঘরিয়া এলাকায় চুরি ছিনতাই, ইয়াবা ব্যবসাসহ নানা অপকর্মের সাথে জড়িত। আকাশকে সেল্টার দিচ্ছে তেঘরিয়ায় ইউনিয়নের কয়েকজন রাজনৈতিক নেতা, এ কারনে বার বার অপরাধ করার পরেও ঐ রাজনৈতিক নেতাদের কারনে আকাশের বিচার হচ্ছে না, ভয়ে কেও মুখ ও খুলতে পারে না।

 

কয়েক বছর আগে বিদেশে একজনকে খুন করে দেশে পালিয়ে এসেছেন বলেও অভিযোগ করে এলাকার স্থানীয়রা।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার হোসেন কেরানীগঞ্জের আলোকে  বলেন, “অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”