কেরানীগঞ্জে ডিবির অভিযানে গ্রেফতার ৬ ডাকাত ও ৪ মাদক ব্যবসায়ী

অপরাধ কেরানীগঞ্জ

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাত ও চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতভর দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবির চৌকস টিম ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আবু তালেব (২৪), আশরাফুল মিয়া (১৯), মোঃ জুয়েল (২৫), মোঃ রাকাত হোসেন শেখ ওরফে সাহাল (২২), মোঃ রাবু (২১) ও মোঃ রাসেল হাওলাদার (২৬)কে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি সুইচ গিয়ার, একটি লোহার রড, একটি পাটের রশি ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক অভিযানে শুভাঢ্যা এলাকা থেকে মোঃ জাবেদ ওরফে ল্যাংড়া জাবেদ (৫৩) ও মোঃ সাদ্দাম হোসেন (৩৫)কে ১০০ পিস ইয়াবাসহ এবং আগানগর এলাকা থেকে মোঃ চাঁন মিয়া ওরফে চান্দু (৩৬) ও মোঃ লালন (২০)কে ১০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়।

ওসি সাইদুল ইসলাম আরও জানান, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।