কেরানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

Uncategorized কেরানীগঞ্জ রাজধানী

শিক্ষাকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়ার মধ্যে দিয়ে শিক্ষক দিবস- ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে দশটায় কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে  কয়েকটি সড়ক প্রদক্ষীণ শেষে একই স্থানে এসে শেষ হয়।র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) এর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। এছাড়াও আলোচনা সভায় কেরানীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন, শিক্ষক ছাড়া জাতির উন্নয়ন অসম্ভব। শিক্ষক শুধু পাঠদান করেন না, বরং শিক্ষার্থীর চিন্তা, চরিত্র ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকরাই জাতিকে আলোকিত পথে এগিয়ে নিয়ে যান। তাই তাদের কাজকে মূল্যায়ন ও মর্যাদা দেওয়ার জন্য এই দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ

আলোচনা সভায় বক্তারা ‘শিক্ষা জাতির মেরুদণ্ড’ আর শিক্ষক ছাড়া কোন দেশে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয় তাই বর্তমানে শিক্ষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের পাশে দাড়ানোর জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে বর্তমান সরকারের সকল উপদেষ্টা সহ সারাদেশের শিক্ষা সংশ্লিষ্ট সকলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।