গাজা উপত্যকায় হামাস ও দুগমুশ গোত্রের সংঘর্ষে টর্চ জ্বালিয়ে যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই ফিলিস্তিনি তরুণ সাংবাদিক সালেহ নিহত হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গত ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই গাজায় ফিরতে শুরু করেন ফিলিস্তিনিরা। ওই রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে প্রেস লেখা জ্যাকেট পরা এক ব্যক্তিকে চিৎকার করে বলতে দেখা যায়, ‘যাঁদের কাছে ইন্টারনেট নেই, তাঁদের আমরা জানাচ্ছি, যুদ্ধ শেষ হয়েছে।’ পরে জানা যায়, তিনিই ছিলেন তরুণ সাংবাদিক সালেহ আল জাফারাবি।
ফিলিস্তিনি সূত্র আল জাজিরা জানায়, ২৮ বছর বয়সী সালেহ গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের যুদ্ধের ভিডিও ধারণ ও প্রচার করে পরিচিতি পেয়েছিলেন। গাজা নগরীর সাবরা এলাকায় হামাসের সঙ্গে গোত্রের সশস্ত্র সদস্যদের সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন তিনি। ওই সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সালেহ।
সাংবাদিক ও অধিকারকর্মীদের প্রকাশ করা ভিডিও ফুটেজ আল-জাজিরার পক্ষ থেকে যাচাই করা হয়েছে। তাতে দেখা যায়, ‘প্রেস’ লেখা জ্যাকেট পরা সালেহর মরদেহ একটি ট্রাকের পেছনের অংশে পড়ে আছে। স্থানীয় সময় রবিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।
আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে ভেজালবিরোধী অভিযান: ২ কারখানা বন্ধ, আটক ৫

