দ: কেরানীগঞ্জে বিএনপির বিরুদ্ধে জামায়াতের নির্বাচনি অফিস খুলতে বাধাঁ দেয়ার অভিযোগ

Uncategorized কোন্ডা জাতীয় রাজনীতি

ঢাকার কেরানীগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা ৩ আসনে সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী অফিস ভাড়া দেয়াকে কেন্দ্র করে কোন্ডা ইউনিয়নের মোল্লা বাজার এলাকায় অফিস খুলতে বাধা ও অফিসের মালিককে হুমকি দেয়ায় অভিযোগ উঠেছে কোন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি নুর হোসেন নুরুর বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে এ বিষয় জামায়াতে ইসলামী পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারন ডায়েরি করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে নায়েবে আমির ঢাকা ৩ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলাম কোন্ডা ইউনিয়ন নির্বাচনি অফিস উদ্বোধন করেন। তার একদিন পর অফিসের মালিক মোঃ ইসমাইল হোসেন জানায়, রাতে বিএনপির নেতা নূর হোসেন নুরু আমাকে ডেকে নিয়ে অফিসের চাবি নিয়ে গেছে। অফিস ভাড়া দেয়ায় তাকে অকাত্ব ভাষায় গালাগালি করেছেন। মোল্লা বাজার জামায়াতের কোন অফিস হবে না বলে জানায় নুর হোসেন নুূরু।অফিস খুলে দিলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
এ বিষয় জায়ামাত নেতা জিয়াউর রহমান জানান, মোল্লার বাজারে আমরা অফিস ভাড়া নিলে আমাদের জামায়াত ঢাকা ৩ আসনে এমপি প্রার্থী উদ্বোধন করেছেন। তার পরে দিন অফিসের মালিক জানায় তার কাছ থেকে বাজার কমিটির সভাপতি ও কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি চাবি নিয়ে গেছে। মোল্লার বাজারেই বিএনপির তিনটি ক্লাব রয়েছে তারা । আমাদের অফিস খুলতে বিএনপি নীতি নির্ধারকদের পক্ষ থেকে নাকি বন্ধ করতে বলেছেন বলে জানিয়েছেন নুর হোসেন নুরু।
এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক জামায়াতের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়। জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের নেতৃত্বদেন তেঘরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মোঃ হানিফ মিয়া।

তবে বিষয়টি অস্বীকার করে,  কোন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি নুর হোসেন নুর বলেন,  ব্যাপারটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের কার্যক্রম তারা পরিচালনা করবে আমরা কেন বাধা দিতে যাবো? রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য তারা মিথ্যা নাটক করছে। আমি অফিস খুলতে বাধা দেয়ার প্রশ্নই আসে না।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন বলেন, জামাতের নেতাকর্মীরা থানা এসেছিল হুমকি দেয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। জাজিরা ফাড়ির ইনচার্জ কে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলা হয়েছে।