ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস নিয়ে প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও মূল সড়ক খালি রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টা থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয় পুলিশ ও আনসার সদস্য। এতে করে বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন চলাচল অব্যাহত থাকে। ভাঙ্গা সদরের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী ও মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীরা ব্যানার হাতে স্লোগান দেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্দোলনকারীরা রাস্তার পাশে অবস্থান করছেন, যান চলাচল নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসন পুনর্বিন্যাস নিয়ে অন্তর্ভুক্ত করার গেজেট প্রকাশের পর থেকেই স্থানীয় জনতা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছেন। আজ ছিল কর্মসূচির দ্বিতীয় দিন।
আরোও পড়ুনঃ ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন কাতারের প্রধানমন্ত্রী

