যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তিতে ইসরায়েল-ফিলিস্তিনে উল্লাস

যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তিতে ইসরায়েল-ফিলিস্তিনে উল্লাস

আন্তর্জাতিক

হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। এই ঐতিহাসিক চুক্তির খবর ছড়িয়ে পড়তেই খান ইউনিসের রাস্তায় নেমে আসে আনন্দমুখর জনতা। গানে, নাচে, উল্লাসে ভরে ওঠে পুরো এলাকা।

রয়টার্সের হাতে পাওয়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ ছোট দলে জড়ো হয়ে নাচছেন, গান গাইছেন ও উল্লাস করছেন।

শিশুদেরও হাততালি দিতে দেখা গেছে। এক পর্যায়ে তারা একটি স্পিকারে জোরে গান বাজিয়ে আনন্দে মেতে ওঠেন।

যদিও তখনও গাজায় গভীর রাত, আর অবরুদ্ধ এই উপত্যকায় ইন্টারনেট সংযোগ অত্যন্ত দুর্বল। ফলে অনেক বাসিন্দাই হয়তো এখনো হামাস ও ইসরায়েলের এই চুক্তির খবর জানতে পারেননি বলে জানিয়েছেন গাজার সাংবাদিকরা সিএনএনকে।

তারা আরো জানান, গাজা সিটিতে এখনো ইসরায়েলি বিমান হামলা চলছে। বিশেষ করে সেই এলাকাগুলোতে, যেখানে গত মাসে ইসরায়েল স্থল অভিযান চালিয়েছিল। এ কারণেই বেশিরভাগ মানুষ এখনো বাড়ির ভেতরেই অবস্থান করছেন।

তবুও গাজার মানুষ যুদ্ধবিরতির খবরকে আশার প্রতীক হিসেবে দেখছেন। তারা উদযাপন করছেন, তবে সতর্ক রয়েছেন এই আশায় যে, চুক্তিটি অবশেষে ইসরায়েলের বর্বর হামলার অবসান ঘটাবে।

সূত্র : সিএনএন

আরোও পড়ুনঃ ইসির তালিকা থেকে প্রতীক নিচ্ছে না এনসিপি, ফের শাপলা দাবি