যুবদল নেতার ছুড়ির আঘাতে সেচ্ছাসেবক দল নেতার ২৫ সেলাই

Uncategorized অপরাধ আগানগর ছিনটাই ও অপরাধ সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. পনির আহমেদকে ছুড়িকাহত করার অভিযোগ উঠেছে  থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো: মিজানুর রহমান মিজানের কর্মীদের বিরুদ্ধে। রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আগানগর ইউনিয়নের নাগরমহল বেরিবাঁধ এলাকার  মায়েজ টাওয়ারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুত্বর আহত পনিরের পরিবারের পক্ষ থেকে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগে পনিরের স্ত্রী সীমা আক্তার বলেন,  বিবাদী মোঃ মিজান (৪২) ও তার কর্মী  সোহেল (৪৩),স্বপন (৩৫), ফালান (৩৬), সুমন (৩৫) সাথে পনিরের রাজনৈতিক বিষয় নিয়া দীর্ঘ দিন ধরে মনোমালিন্য ছিলো। সেই বিরোধের সুত্র ধরে গত রবিবার সন্ধ্যায়, বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে  আগানগর নাগর মহল ঘাটে মায়েজ টাওয়ারে অবস্থিত পনিরের  অফিসের ভিতর প্রবেশ করে  তারা হামলা চালায়। হামলাকারীদের আঘাতে পনির গুরুত্বর জখম হয়। এ সময় পনিরের  ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় পনিরকে  স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।  এ হামলার ঘটনায় পনিরের পেটে ২৫ টি সেলাই লাগে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী জানান, রবিবার সন্ধ্যায় পনির তার অফিসে বসা ছিলো। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ শাখা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিজানের নেতৃত্বে স্বপন, সোহেল, ফালান, সুমনসহ কয়েকজন মিলে পনির আহমেদের ওপর এ হামলা চালায়। প্রথমে তাদের মাঝে তর্ক বিতর্ক হয়, পরে শুনি পনির চিৎকার করছে আমাকে বাচান ওরা আমাকে মেরে ফেললো।

এ বিষয়ে ভুক্তভোগী পনির আহমেদ জানান, অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় বিরুদ্ধে রকমের মিথ্যা গুজব ছড়াচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্বপনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উভয় পক্ষের ধাক্কাধাক্কি হয়। এরপর যুবদল নেতা মিজানের নেতৃত্বে তারা সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। এসময় মিজান নিজ হাতে স্বপনকে ছুরিটি এগিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় পনির আহমেদের স্ত্রী সীমা বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।