ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সাগীর (২৬) নামের এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ যৌথভাবে গুরুত্ব সহকারে মামলাটি তদন্ত করছে।
পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঘটনাস্থলের আশপাশ থেকে বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত এগিয়ে নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহভাজন কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে শনিবার সকালে টিফিন ক্যারিয়ার হাতে করে কর্মস্থল ইসলামপুর যাওয়ার পথে চুনকুটিয়া হিজলতলা এলাকায় দুর্বৃত্তরা সাগীরের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাবা আমির হোসেন অজ্ঞাতনামা আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নম্বর-৩৫) দায়ের করেছেন।
আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে তার ছেলের মোবাইল ফোনটি উদ্ধার করা যায়নি। তবে শনিবার মধ্যরাত পর্যন্ত ফোনটি সচল ছিল। পুলিশের সংগৃহীত ফুটেজে দেখা গেছে, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরিহিত একাধিক যুবক দা হাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আখতার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের সন্দেহের তালিকায় অনেকেই রয়েছে। তবে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেজন্য মামলাটি অত্যন্ত নিখুঁতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা যাচ্ছে না। তবে আশা করছি দ্রুতই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

