কেরানীগঞ্জে আবারো শিশু ধর্ষণ!!

Uncategorized শাক্তা

ঢাকার কেরানীগঞ্জ ঘাটারচর পশ্চিম পাড়া এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এই ঘটনার অভিযুক্ত মোহাম্মদ জসিম(৬০) নামে এক বৃদ্ধে পলাতক রয়েছে।

 

শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওই শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) ভর্তি করা হয়।

 

ধর্ষণের শিকার ওই শিশুটির বাবা জানান, আমি ও আমার স্ত্রী পাথর ভাঙ্গার কাজ করি। আমার স্ত্রী আত্মীয়র কাছে আমার মেয়েকে রেখে যায়। গতকাল রাত দশটার দিকে বাসায় ফিরলে আমার মেয়েকে খুঁজে পাওয়া যায় না।

পরে অনেক খোঁজাখুঁজির পর ঘাটারচর প্রাইমারি স্কুল সংলগ্ন জসিম মিয়ার বাড়ির সাত তলা বাড়ির নিচ তলায় পাওয়া যায়। আমার মেয়ে আমাদের দেখে অজ্ঞান হয়ে যায়। পরে জ্ঞান ফিরলে সে আমাদের জানায় পুতুল কিনে দেয়ার লোভ দেখিয়ে ওই সাত তলা বাড়ির মালিক জসিম তাকে ছাদে নিয়ে তার সাথে খারাপ কাজ করে।

 বিষয়টি আমরা মডেল থানার পুলিশকে জানাই। এই ঘটনায় আমি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছি।

 

তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জসীম পলাতক রয়েছে।  অসুস্থ অবস্থায় আমার মেয়েকে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢাকা মেডিকেলের ওসিসিতে আমার মেয়ে চিকিৎসা চলছে ।

 

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর থানায় এসে ভুক্তভোগীর বাবা ও মা শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা(মামলা নং-১৪) দায়ের করেন।

 

 ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছে। অভিযুক্ত জসীমকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে।