আজ চালু হলো মেট্রোরেল এর বিজয়সরণি ও ঢাবি স্টেশন

জাতীয়

* আনন্দে উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
* মেট্রোরেল এর ১৬টি স্টেশনের মধ্যে ১৪টি স্টেশন চালু করা হয়েছে। 

মেট্রোরেলের বিজয়সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন চালু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে এই দুই স্টেশনে মেট্রোরেল থামতে শুরু করেছে। প্রথম দিনেই এই দুই স্টেশনে বিপুল পরিমাণ যাত্রী ওঠানামা করতে দেখা গেছে। ঢাবি স্টেশন চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

আগারগাঁও-মতিঝিল অংশের এই দুটি স্টেশন বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচলের জন্য খোলা থাকবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সবগুলো স্টেশন সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করবে।

এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল অংশ পর্যন্ত মেট্রোরেলের ১৬টি স্টেশনের মধ্যে ১৪টি স্টেশন চালু করা হয়েছে। বাকি কাওরান বাজার ও শাহবাগ স্টেশনও পর্যাক্রমে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন।

গত বছর ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনও করেন শেখ হাসিনা।

আরো পড়ুনঃ কেরানীগঞ্জে সাজ্জাদ সালেহা ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান