সোমবার (৩ জুন) রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ইইই টেক ফেস্ট ২.০। রাজধানী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর সেন্ট্রাল প্লাজায় এই প্রযুক্তি মেলার আয়োজন করা হয়।
টেক ফেস্টের উদ্বোধন করেন ,ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক(ইউএপি) এর বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারপার্সন আর্কিটেক্ট মাহবুবা হক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর সেলিয়া শাহনাজ,তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (বুয়েট), ২০২৩-২৪ গ্লোবাল চেয়ারপার্সন- আই ইইই উইমেন ইন ইন্জিনিয়ারিং কমিটি।
উক্ত প্রযুক্তি মেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউএপি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান -অধ্যাপক ডক্টর জি.আর.আহমেদ জামাল, অর্গানাইজিং কমিটির সম্মানিত সদস্যগণ ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের আইইই ইউএপি স্টুডেন্ট ব্রাঞ্চ ও ইইই প্রজেক্ট ক্লাবের এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রযুক্তি মেলা।
উক্ত অনুষ্ঠানে ইউএপির বিভিন্ন বিভাগ থেকে আগত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উল্লেখ্য যে, ৩২টি দল কুইজ প্রতিযোগিতা, ২৩টি দল প্রজেক্ট শোকেসিং, ৮টি দল রোবো সকার, ১৭টি দল প্রোগ্রামিং কনটেস্ট এবং ৬টি দল পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের আইইই ইউএপি স্টুডেন্ট ব্রাঞ্চ ও ইইই প্রজেক্ট ক্লাবের এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রযুক্তি মেলা।
উক্ত অনুষ্ঠানে ইউএপির বিভিন্ন বিভাগ থেকে আগত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ৩২টি দল কুইজ প্রতিযোগিতা, ২৩টি দল প্রজেক্ট শোকেসিং, ৮টি দল রোবো সকার, ১৭টি দল প্রোগ্রামিং কনটেস্ট এবং ৬টি দল পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এই প্রযুক্তি মেলার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিলো,ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, দূর্ঘটনা সতর্কতা এবং নিরাপত্তা,দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইলেকট্রনিক ডিভাইস সহ পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের প্রদর্শনী।
বিচারকগণ অত্যন্ত বিচক্ষণতার সহিত মেলার স্টল পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের কার্যক্রম মূল্যায়ন করেন। অতিথিদের অনুপ্রেরণা মূলক বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চার ব্যাপারে উৎসাহিত হয়। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। পুরো দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রযুক্তি মেলায় শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী সহ আগত সকল অতিথিদের উপস্থিতি ছিল।
এই প্রযুক্তি মেলার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ ছিলো,ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, দূর্ঘটনা সতর্কতা এবং নিরাপত্তা,দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ইলেকট্রনিক ডিভাইস সহ পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের প্রদর্শনী।
বিচারকগণ অত্যন্ত বিচক্ষণতার সহিত মেলার স্টল পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের কার্যক্রম মূল্যায়ন করেন। অতিথিদের অনুপ্রেরণা মূলক বক্তব্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চার ব্যাপারে উৎসাহিত হয়। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। পুরো দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রযুক্তি মেলায় শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী সহ আগত সকল অতিথিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।