বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে কারামুক্ত পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন তারা। মির্জা ফখরুল ইসলাম গ্রেফতারের ১০৯ দিন এবং আমির খসরু মাহমুদ ১০৫ দিন পর কারামুক্ত হলেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে মির্জা ফখরুল ও আমির খসরুকে শুভেচ্ছা জানান। দলের অন্যতম শীর্ষ এই দুই নেতাও ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে নেতাকর্মীদের সম্বোধনের জবাব দেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন।সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক নিপুন রায় । বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান কেরানীগঞ্জের আলোকে জানান, মুক্তি পেয়ে তারা দুজনই তাদের বাসার দিকে রওনা দিয়েছেন।
প্রসঙ্গত, গেলো ২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসভবন থেকে তুলে নিয়ে যায়। এরপর প্রায় ৯ ঘণ্টা পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।
২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের তাদের বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তাকেও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখানো হয়।