কেরানীগঞ্জে ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার- র‍্যাব ১০

কেরানীগঞ্জ

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবা সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গতকাল ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কামুচাঁন শাহ মাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৬৮,৫০০/- (দুই লক্ষ আটষট্টি হাজার পাঁচশত টাকা) টাকা মূল্য মানের ৮৯৫ (আটশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মায়া বেগম (৩৭), স্বামী- মোঃ শহিদুল ইসলাম তালুকদার, পিতা- মৃত বাদশা মিয়া, সাং-আপর, থানা- লৌহগঞ্জ, জেলা- মুন্সিগঞ্জ বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক বিক্রির ৬,৩০০ ( ছয় হাজার তিনশত টাকা) এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

 

আরো পড়ুনঃ কেরানীগঞ্জে বিএনপি নেত্রী নিপুণ রায়ের নেতৃত্বে মশাল মিছিল