কেরানীগঞ্জে দুই থানায় বিএনপির একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জের হরতালের আগের দিন রাজেন্দ্রপুরে লেগুনায় আগুন এবং হরতালের দিন বসিলায় একটি বাসে আগুন দেয়ার অভিযোগে বিএনপির একাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় এবং কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিন কেরানীগঞ্জ থানায় সুমন নামে এক ব্যাক্তি এবং কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশের এসআই শাহীন কাদির বাদী হয়ে  এ মামলা করেন।

মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির একাধিক নেতাসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে,  সরকারি কাজে বাধা দান, পরিবহন অগ্নিসংযোগ, জনগনের চলাচলে বাধা দান সহ নাশকতা করার দায়ে দুই থানায় মামলা করা হয়েছে।

ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ বলেন, আমার বিরুদ্ধে কেরানীগঞ্জ দুই থানায় দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে বিএনপির অনেক  নেতাকর্মীদের আসামি করা হয়েছে। আমরা সবাই নির্দোষ। এসব মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। জনগন বিএনপির সাথে রয়েছে। দেশের জনগন বুঝে এগুলো সবই সরকারের পরিকল্পিত ভাবে হচ্ছে। হামলা মামলা দিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না।

আরো পড়ুনঃ তফসিল এর বৈধতা নিয়ে রিটের আদেশ আজ