কেরানীগঞ্জে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, আটক পরিচালক । মামলা না করতে ম্যানেজের চেষ্টা। 

কেরানীগঞ্জ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের, কালিগঞ্জ পাকাপোল এলাকায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ।এ ঘটনায় আনিসুল হক অপু নামে এক স্কুলের পরিচালককে অটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। ঘটনা সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোআম্মদ মামুনুর রশিদ। 

মঙ্গলবার রাতে, কালিগঞ্জ, পাকাপোল এলাকার ফাতেমা কিন্ডার গার্টেন স্কুলের পরিচালকের আটক করে থানায় নিয়ে যান পুলিশ। অভিযুক্তের পিতার নাম ওয়াহিদুল হক , চুনকুটিয়া মধ্যপাড়া ( বড়বাড়ি) এলাকার স্থানীয় বাসিন্দা।

পুলিশ জানায়, শিশুটি কালিগঞ্জ পাকাপোল এলাকার রাহি জান্নাত মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। গতকাল মঙ্গলবার দুপুর তিনটায় শিশুটি তার বান্ধবীদের সাথে মাঠে খেলাধুলা করছিলেন। তখন অভিযুক্ত ধর্ষক, শিশুটিকে তার অফিস কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। অনেক চেষ্টার পরেও কিছু করতে না পারায় করে সেখান থেকে ছুটে এসে লিশুটি তার মাকে সে বিষয়টি জানালে তার মা স্থানীয় কয়েকজন প্রতিবেশী সহযোগিতা নিয়ে সেখানে গিয়ে তার সত্যতা পান। পরে থানায় এসে অভিযোগ দাঁড়ের করেন ।

শিশুটির মা মরিয়ম আক্তার জানায়, তার বাচ্চাকে টাকার লোভ দেখিয়ে ফুসলিয়ে ওই লোক ধর্ষণের চেষ্টা করেছে। এই ধর্ষকের শাস্তি দাবি করেন ভুক্তভোগী মা।

শিশুটির নানা বলেন, গতকাল বিকেলের তার নাতিকে লোভ দেখিয়ে পরিচালক তার কক্ষে নিয়ে গিয়ে জোরজবস্তি করে কাপড়চোপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। জান্নাতি বাসায় এসে বিষয়টি জানালে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় আসেন। তবে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ভয় ভীতি দেখিয়ে আপোষের চেষ্টা করেন উপযুক্ত ধর্ষকের লোকজন।

ভিকটিমের বাবা মিলন হাওলাদার বলেন, বাইরে সারাদিন কাজ করে রাত্রে বাসায় গিয়ে শুনতে পারেন তার মেয়ের এ অবস্থা। অভিযুক্ত ধর্ষকের লোকজন তাকে অনেক ভয়-ভীতি দেখাচ্ছে যেন কোন মামলা না করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে আনিসুল হক অপু নামে এক স্কুল পরিচালক কে আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন। টাকা লোভ দেখিয়ে শিশুকে ফুসলিয়ে অফিস কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা করেছে অভিযুক্ত বলে জানান তিনি।