নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে এবং সরকারের পদত্যাগের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (০২ জানুয়ারি) দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা,তেঘরিয়া,শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তারা।
ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড: নিপুন রায়ের নেতৃত্বে নেতৃত্বে দক্ষিন কেরানীগঞ্জ থানাধিীন এলাকাগুলোর বিভিন্ন দোকান, বিপনী কেন্দ্রসহ রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে দলটির নেতা-কর্মীরা। এ সময় তারা ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে না যাওয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।
ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড: নিপুন রায়ের নেতৃত্বে লিফলেট বিতরন কর্মসূচীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, এ্যাড শাহীন, শ্রমিক দলের সাধারন সম্পাদক মো: সোহেল, যুবদলের সাধারন সম্পাদক মো: মানিক প্রমুখ।
এ সময় এ্যাড: নিপুন রায় বলেন, আমাদের লিফলেট বিতরন কর্মসূচী আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এই পাতানো নির্বাচন বাতিলের দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে আমরা গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে। বাংলাদেশে এখন সম্পূর্ণভাবে গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র রক্ষা করতে হলে ভোট বর্জন করতে হবে। এই নির্বাচন দেশবাসী মানে না। তিনি সাধারণ মানুষকেও নির্বাচন বর্জনের আহ্বান জানান।
আরো পড়ুনঃ কেরানীগঞ্জে সিরিজ ডাকাতি, রহস্য উদঘাটনসহ গ্রেফতার ১০ ডাকাত