কেরানীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন লুট

Uncategorized

 

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা মোল্লা বাজার এলাকায় দুর্বৃত্তের হামলায় পুড়ে গেছে দ্বিতল ভবন, তিনটি মাহেদ্র,একটি ভেকুসহ কয়েক কোটি টাকার সম্পদ।  মঙ্গলবার (১৪ আগস্ট)  সকালে স্থানীয়

আলমগীর (আলু কান্ডা), মিলন( আলুকান্দ) রব্বানী (আলু কান্দা), নাসির (আলুকান্দা), অহেদুল (কোন্ডারচর), কামাল, বাচ্চু (জাজিরা) ডেকরেশনের শাহীনসহ কয়েকশত লোক  ভুক্তভোগী হাজী ইনসানের ছেলে সাইফুল ইসলাম ব্যাবসা প্রতিষ্ঠান ইয়ামিন বাংলা এন্টারপ্রাইজ এ হামলা চালায়। এসময় তারা প্রতিষ্ঠানে থাকা তিনটি গাড়ী, একটি ভেকুতে আগুন দেয়, এবং সেখানে থাকা মূল্যবান মেশিনারিসহ নগদ টাকা দিয়ে যায়।

এসময় ভুক্তভোগী পরিবারের লোকজন বাধা দিলে হামলাকারীরা আরও লোক জড়ো করে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বিল্ডিং এ থাকা সকল আসবাপত্রসহ সব কিছু পুড়ে যায়। পরে দুপুর ১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব কিছু পুড়ে যায়। হামলার ঘটনায় উভয় পক্ষের একাধিক লোক আহত হয়।

এব্যাপারে ভুক্তভোগী সাইফুল ইসলাম বলেন, আমি কোন দল করিনা। ব্যাক্তিগত আক্রোশের জেরে  শত শত লোক নিয়ে  আলমগীর, রাব্বানী, মিলন রা আমাদের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এর বিচার চাই।

এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা সন্ত্রাসীদের বাড়ি হামলা চালিয়েছে বলে জানান।

এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, আমরা খবর টি জেনেছি। সেনাবাহিনীসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নিবো