কেরানীগঞ্জে মাঠের জন্য সভা করেছে ❝মাঠের দাবিতে সংগ্রাম❞ নামের একটি সামাজিক সংগঠন

আমার ইউনিয়ন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে খেলার মাঠের দাবিতে আলোচনা সভার আয়োজন করে ❝ মাঠের দাবিতে সংগ্রাম❞ নামের একটি সামাজিক সংগঠন। উক্ত আলোচনা সভায়  স্থানীয় এলাকাবাসীসহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে ।আলোচকরা সবাই খেলার মাঠের   প্রয়োজনীয়তা  নিয়ে আলোচনা করেন।

আলোচক মোহাম্মদ আসাদ বলেন,❝শিশু-
কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিদিন ন্যূনতম এক ঘণ্টা করে খেলাধূলা ও শারীরিক সক্রিয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা প্রয়োজন। ❞ তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট এর বরাত দিয়ে বলেন ,❝ প্রত্যেক ব্যক্তির জন্য ন্যূনতম ৯ বর্গমিটার খোলা জায়গা, খেলার মাঠ, পার্ক ইত্যাদি থাকা জরুরি।  এ হিসেবে প্রতি এক হাজার মানুষের জন্য সোয়া দুই একর খোলা জায়গা এবং এক একর খেলার মাঠের প্রয়োজন।সেই হিসাবে আমার এলাকায় কমপক্ষে তিনটি খেলার মাঠ থাকার প্রয়োজন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের এলাকায় একটি মাঠও নেই।আপনারা
সাথে থাকলে ইনশাআল্লাহ এবার আমরা অন্তত একটি হলেও মাঠের ব্যবস্থা করতে পারব। ❞
আব্দুল হামিদ বলেন, ❝যুব সমাজকে মাদক থেকে ফেরাতে , অন্যায় অপকর্ম থেকে ফেরাতে মাঠের বিকল্প নাই। ❞
ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান সজিব বলেন, ❝ গত ১৭ বছরে ক্ষমতাসীন দলের কেউ এলাকার মাঠ নিয়ে ভাবেনি,এবার আমরা গ্রামবাসীকে মাঠ উপহার দিবো।❞
খলিল সিকদার বলেন, ❝এ গ্রামে অনেক সরকারি সম্পত্তি আছে,আমরা এলাকার জনগণের স্বার্থে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের কাছ থেকে স্থায়ীভাবে একটি খেলার মাঠ বুঝে পেতে চাই।❞
এস এম সাইফুল্লাহ বলেন, ❝যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের মাঠের আবেদন প্রক্রিয়াধীন, তিন টি না হোক খুব শীঘ্রই আমরা নুন্যতম একটি মাঠ হলেও বরাদ্দ পাবো বলে আশাবাদী। ❞