ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মডেল থানা কৃষকলীগ।
আজ বুধবার (১৭মে) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।এ সময় বক্তারা ৪২ বছর আগে ১৯৮১ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের ঐতিহাসিক ঘটনাবলীর স্মৃতিচারণ করেন।
মডেল থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক হারিসুর রহমান অমিতের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে কৃষক লীগের কেন্দ্রীয় ভূমি বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন দুলু, ঢাকা জেলা কৃষকলীগের সহ-সভাপতি শারমিন হোসেন লিপি, তারানগর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক সহ কৃষক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুনঃ ইউ পি চেয়ারম্যান পুত্রের ছুড়িকাঘাতে গুরুত্বর আহত ব্যাক্তিগত ড্রাইভার