দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের সভাপতি মো: সোহেল রানাকে সোকজ চিঠি পাঠিয়েছে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ওসমান স্বাক্ষরিত একটি চিঠিতে দেখা যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল রানাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
২৫ জানুয়ারি প্রকাশিত চিঠিতে ধারাবাহিকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। এবং আগামী তিন দিনের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিতে বলা হয়েছে।
জানা যায়, গত কয়েক মাসে, সোহেল রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ গিয়েছে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কাছে। এর মধ্যে কিছুদিন আগে সোহেল রানার ব্যবসায়ীর কাছে চাদা চেয়ে কল রেকর্ড ভাইরাল হয়েছে। এছাড়া একটি মার্কেট দখলের অভিযোগ তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও করা হয়েছে। সোকজ চিঠির বিষয়ে নিশ্চিত করে সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক ওসমান গনি বলেন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারীর নির্দেশ ক্রমেই আমি সোহেল রানা বরাবর চিঠিটি ইস্যু করেছি। উনি এসে চিঠির উত্তর দিলে বাকিটা বলা যাবে।
এ বিষয়ে কথা বলার জন্য সোহেল রানার মুঠোফোনে একাধিক বার কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।#